মেরকাদো দেপোর্তিভোর একটি খবর উড়িয়ে দিয়ে মেসি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এটা মিথ্যা। আমি কখনোই এটা বলিনি।’ কিন্তু খবরটি কী ছিল, যেটাকে মেসি মিথ্যা বলে উড়িয়ে দিলেন? মেরকাদো দেপোর্তিভো তাদের একটি খবরে লিখেছিল, মাতেওর ফুটবল-প্রতিভা নিয়ে মেসি বেশ উচ্ছ্বসিত।
তা ছেলের ফুটবল-প্রতিভা নিয়ে উচ্ছ্বাস মেসি প্রকাশ করতেই পারেন। সেটি নিয়ে মেসিরও কোনো আপত্তি নেই। কিন্তু সংবাদমাধ্যমটি মেসির একটি উক্তি যোগ করেছে খবরে, তাঁর আপত্তি এখানেই। ওই খবরে মেসিকে মেরকাদো দেপোর্তিভো উদ্ধৃত করেছিল এভাবে, ‘যুক্তরাষ্ট্রে কিছু একাডেমি আছে, যারা মাতেওকে চুক্তিবদ্ধ করতে চেয়েছে। কিন্তু আমি ওকে মায়ামিতে দিয়েছি। ওর প্রতিভা আছে এবং আমার মনে হয়, ওর স্টাইলটা আমার ছোটবেলার স্টাইলের মতো।’