ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর রহমান। এবারও সেমিফাইনালেই বিদায় নিলেন বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্ট থেকে।
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় আজ বাংলাদেশ সময় রাত পৌনে দুটায় ইমরানুর সেমিফাইনালে নেমেছিলেন। কিন্তু সুবিধা করতে পারেননি। ৬.৭ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে দৌড় শেষ করেছেন সবার শেষে। ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুরের সেরা টাইমিং ৫.৯ সেকেন্ড। নিজের সেরার চেয়ে অনেক খারাপ করায় ফাইনালে ওঠা সম্ভব হয়নি।