স্কোয়াডে ফেরা বুমরা প্রথম তিন টেস্টে সিরিজের অন্যতম সেরা পারফরমার ছিলেন। বিশাখাপট্টনমে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া বুমরা প্রথম তিন টেস্টে ১৩.৬৪ গড়ে তিনি নিয়েছিলেন ১৭টি উইকেট। তখন পর্যন্ত ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি।
কিছুটা স্পিন সহায়ক উইকেটেও হয়ে উঠেছিলেন দলের প্রধান অস্ত্র। তাই তার ওপর দিয়ে বেশ ঝড়ই গিয়েছিল। তিন সংস্করণ দাপিয়ে খেলা এই পেসার প্রথম ৩ টেস্টে বোলিং করেন ৮০.৫ ওভার। সামনে আইপিএল আছে, এরপরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চাপ বিবেচনায় তাই তাকে বিশ্রামে রাখা হয়েছিল। বুমরা ফেরায় ভারতের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হলো।