শুক্রবার ঢাকায়ও মুক্তি পাচ্ছে ‘ডিউন: পার্ট টু’

 

শুধু সায়েন্স ফিকশনের ভক্তদের নয়, অন্য দর্শকদের মনের পর্দায় নিশ্চয় ভেসে ওঠে ‘ডিউন’-এর কথা। ২০২১ সালে মুক্তি পাওয়া মহাকাব্যিক বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ছবিটি দারুণ সাড়া জাগিয়েছিল। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছয় ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়ে রীতিমতো হইচই ফেলে দেয়। এর পর থেকে ছবিটির সিকুয়েল দেখতে দর্শকদের কৌতূহল তুঙ্গে। সুখবর হলো, এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। আগামী ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘ডিউন: পার্ট টু’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।
১৯৬৫ সালে প্রকাশিত ফ্রাঙ্ক হার্বার্টের দুই খণ্ডের উপন্যাস ‘ডিউন’-এর দ্বিতীয় খণ্ডের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে নতুন সিকুয়েল। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এ ছবিতে টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউটিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, জেন্ডায়া, শার্লট র‌্যাম্পলিং এবং জাভিয়ের বারডেম আগের ছবির মতো নিজ নিজ ভূমিকায় রয়েছেন। অস্টিন বাটলার, ফ্লোরেন্স লুক্স ও ফ্লোরেন্স ওয়েলেক্স দ্য ক্রিস্ট ও ফ্লোরেন্স সেফেরিংকে দ্বিতীয় কিস্তিতে নতুন চরিত্রে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *