প্রযুক্তি ও ফ্যাশনের মিশেলে শিক্ষার্থীদের তৈরি পোশাক প্রদর্শনী

খারাপ সময়ে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা উদ্দীপ্ত হই। সেই ভাবনার চাক্ষুষ উপস্থাপনা ফুটে উঠেছে শিক্ষার্থী রোদেলা জামান মিমের নকশায়। জামার হাতায় দেওয়া হয়েছে সেন্সর। কেউ যখন হাতটা ছুঁয়ে দেয়, পুরো পোশাকটি আলোকউজ্জ্বল হয়ে ওঠে। এমন সব সৃজনশীল পোশাক নিয়ে উপস্থিত হয়েছিলেন শিক্ষার্থীরা। পোশাকগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে কোডিং সেন্সর, অগমেন্টেড রিয়েলিটি, অপটিক্যাল ফাইবার, মটর, ক্রিস্টাল, স্ট্রিপ লাইট, ফেদার, ব্যাটারি ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *