অভিযানের সময় ৫টি একনলা বন্দুক, ১টি এলজি, ৩৬টি রাইফেলের গুলি, ৮টি গুলির খোসা, ৪টি শটগানের কার্তুজ, ৩টি হাতে তৈরি গ্রেনেড, ৩টি বড় পটকা, ১টি ওয়াকিটকি সেট, ২টি বড় ছুরি, ১টি গুলতি ও ২টি লোহার শিকল উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।
সংবাদ সম্মেলনে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, আরসার সন্ত্রাসীরা রোহিঙ্গা আশ্রয়শিবিরে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ ১৫ নম্বর ক্যাম্পে অবস্থান নেয়। বিষয়টি জানার পর সেখানে অভিযানের সিদ্ধান্ত হয়।