ইলন মাস্কের ‘মঙ্গল গ্রহ পরিকল্পনা’, ১০ লাখ মানুষ পাঠানো হবে ২০২৯ থেকে

 

নিজের পছন্দের কথা জানিয়ে দেওয়ার পর ইলন মাস্ক দীর্ঘদিন এ বিষয়ে কিছু বলেননি। এরপর হঠাৎ গত সপ্তাহে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, এ বিষয়ে আগাম পরিকল্পনা করছেন তিনি। এরপর তাঁর ভক্ত-অনুসারীদের মধ্যে একজন মন্তব্য করেন, মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্টারশিপ এই মানুষদের মঙ্গলগ্রহে নিয়ে যাবে। জবাবে মাস্ক যা বলেন, তার সারকথা হলো, মঙ্গলগ্রহে ১০ লাখ মানুষ নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।

তাঁর কথায় যে বিষয়ের ইঙ্গিত মেলে তা হলো, মঙ্গলগ্রহে মনুষ্যবসতি স্থাপন করা হতে পারে। মানুষসহ অধিকাংশ প্রজাতি এক গ্রহের মধ্যে আটকে থাকলে তাদের সম্ভাবনা বিনষ্ট হবে। সে জন্য মাস্ক বলেন, দীর্ঘ মেয়াদে সভ্যতা টিকিয়ে রাখতে হলে মানুষকে একাধিক গ্রহের বাসিন্দা হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *