ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি অবশ্য ম্যাচের মধ্যে তামিমের উদ্যাপন দেখেননি। তবে কৌতূহলী মুশফিক ম্যাচের হাইলাইটসে গিয়ে সেই মুহূর্তটি দেখবেন, ‘(সাকিবের আউটের পর) তামিমের উদ্যাপন সত্যি কথা আমি দেখিনি। একটা ব্যাটসম্যান আউট হয়েছে, আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর পরবর্তী ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে, সেটা নিয়ে ভাবছিলাম। সত্যি কথা, আমি (তামিমের উদ্যাপন) দেখিনি। এখন বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে।’