সরকারের সিন্ডিকেট বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের অরাজকতা আর নয়: এবি পার্টি

সভাপতির বক্তব্যে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের লোকজনের চাঁদাবাজির কারণে পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমদানি করা সব পণ্য আওয়ামী সিন্ডিকেটের দখলে।

সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মারামারি ও ভাঙচুরের প্রসঙ্গ উল্লেখ করে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ক্যাম্পাস থেকে গণতান্ত্রিক ছাত্রসংগঠনগুলোকে বের করে দিয়ে দখলে নিয়েছে ছাত্রলীগ। এখন তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এ ছাড়া মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং ছাত্রী ও নারীদের সম্ভ্রম লুণ্ঠনের মতো মানবতাবিরোধী অপকর্মের প্রতিযোগিতায়ও তারা লিপ্ত।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *