অন্যদিকে ভিকিও নিজেদের সম্পর্ক, প্রেম ও বিয়ে নিয়ে খোলাসা করে বলেন, ‘আমাদের দেখা হয় এবং সঙ্গে সঙ্গেই প্রেমে পড়ি। ভালোবাসার প্রধান গুণ হলো সবকিছু ভালো করে দেয়। আর সবাই সেটা দেখতেও পায়। যাঁরা ঝগড়া করেন, তাঁরাও একে অন্যকে ভালোবাসেন। আমরা ভালোবাসার জন্য লড়াই করেছি। মানুষ কী ভাবল তাতে কিছু যায়–আসে না। আমরা জানি আমাদের সম্পর্ক কেমন।’
অঙ্কিতা বলেন, ‘মানুষের কাজই তারকাদের জীবন নিয়ে সমালোচনা করা। তারা আমাদের সম্পর্ক নিয়ে ভুল ব্যাখ্যা দিয়েছে। তাতে খুব কষ্ট পেয়েছি। আমরা দুজনে খুব ভালো বন্ধু। টম অ্যান্ড জেরির মতো খুনসুটি করি। আর ভালোবাসায় ঝগড়া হবেই। না হলে সম্পর্কটাতে জীবন থাকে না। ভ্যালেন্টাইনস ডেতে আমাদের উদ্দেশ্য একটাই, একে অন্যের সঙ্গে সময় কাটানো।’