ছেলের হাতে দেশের হয়ে অভিষেকের টুপি, বাবার চোখে জল

 

নওশাদ খানের লড়াইয়ের একটি চিত্র ফুটে উঠেছে ভারতের সংবাদকর্মী ভরত সুন্দারেসানের ‘এক্স’ পোস্টে। মাঠে বাবা-ছেলের এমন আবেগঘন দৃশ্য দেখে তিনি লিখেছেন, ‘আপনি যদি ২০১০ সাল থেকে মুম্বাইয়ের ক্রিকেট কাভার করে থাকেন, আপনি নিশ্চিতভাবেই নওশাদ খানের আতিথেয়তার সঙ্গে পরিচিত। সরফরাজ খানের ভারতের হয়ে খেলা নিশ্চিত করতে যে পরিমাণ ত্যাগ তিনি ও তাঁর পরিবার করেছে, সে গল্প শুনেছেন। এই টেস্ট অভিষেক ছেলে ও তাঁর ত্যাগী পিতার।’

দলে যখন সরফরাজ ডাক পাচ্ছিলেন না, তখন সব সময়ই প্রতিবাদ করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। সরফরাজ এবার ডাক পাওয়ার পর এক্স–এ লিখেছেন, ‘ঘরোয়া ক্রিকেটের উইকেটে অগণিত ঘণ্টা পার করা থেকে জাতীয় দলে ডাক পাওয়া, সরফরাজ ও তার পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। ভারত দলে প্রথমবার ডাক পাওয়ায় তোমাকে অভিনন্দন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *