মীর গ্রুপের চেয়ারম্যান ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মীর আহমদ সওদাগর (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা ১৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর বড় ছেলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।’
তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি খলিল-মীর ডিগ্রি কলেজ, জিরি খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। শনিবার মাগরিবের নামাজের পর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মীরবাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মেয়র আইয়ুব বাবুল, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর, মেজর জেনারেল আলাউদ্দিন (অব.), এম এ ওয়াদুদ বীরপ্রতীক, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আ ন ম সেলিম, সাধারণ সম্পাদক কাউছার আলম ও জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু।