স্বর্ণ খনিটির স্থানীয় কর্মকর্তা সিদিবে বলেছেন, ঘটনার সময় ওই খনিতে ২০০ জনেরও বেশি শ্রমিক সেখানে ছিল। তিনি আরো জানান, ‘উদ্ধার অভিযান শেষ এবং তল্লাশি শেষে আমরা ৭৩ জনের মৃতদেহ পেয়েছি।’ খনি মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি।’ এ ঘটনায় মালির সরকার শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।