মালিতে স্বর্ণের খনি ধসে নিহত অন্তত ৭০

মালির একটি সোনার খনির সুড়ঙ্গ ধসে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা বলছেন। স্বর্ণ খনিটির স্থানীয় কর্মকর্তা ওমর সিদিবে এএফপি বার্তা সংস্থাকে বলেন, ‘বিকট শব্দে পৃথিবী কাঁপিয়ে সুড়ঙ্গটি ধসে পড়ে।’ গত শুক্রবার (১৯ জানুয়ারি) দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্থানে সুড়ঙ্গটি ধসে পড়লেও এখন পর্যন্ত সঠিক নিহতের সংখ্যা জানা যায়নি। 
এদিকে কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

 

স্বর্ণ খনিটির স্থানীয় কর্মকর্তা সিদিবে বলেছেন, ঘটনার সময় ওই খনিতে  ২০০ জনেরও বেশি শ্রমিক সেখানে ছিল। তিনি আরো জানান, ‘উদ্ধার অভিযান শেষ এবং তল্লাশি শেষে আমরা ৭৩ জনের মৃতদেহ পেয়েছি।’ খনি মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি।’ এ ঘটনায় মালির সরকার শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
সরকার আরো বলেছে, খনির স্থানগুলোর কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলো যেনো নিরাপত্তার জন্য প্রয়োজনী নিয়মগুলো মেনে চলে এবং  শ্রমিকরা সোনার প্যানিংয়ের জন্য শুধুমাত্র সংরক্ষিত এলাকায় কাজ করে। খনি শ্রমিকরা সোনা খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহারের ফলে এই ধরনের দুর্ঘটনা দেশটিতে প্রায়ই ঘটে। খনি মন্ত্রণালয়ের মুখপাত্র কুলিবালি বলেছেন, ‘মন্ত্রণালয় অননুমোদিত সুড়ঙ্গ খননের বিরুদ্ধে খনি শ্রমিকদের সতর্ক করেও ব্যর্থ হয়েছেন’ মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ  ঘটনার আরো তদন্ত করবে এবং আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ওই এলাকায় একটি দল পাঠাবে। 
সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *