বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুমে ম্যাচ জিততে হলে মাঠের লড়াইয়ের থেকে ভাগ্যের প্রয়োজন হচ্ছে বেশি। মাঠের লড়াই জমলেও যে আটটি ম্যাচ হয়েছে ঢাকার প্রথম পর্বে, সেখানে একই প্রক্রিয়া অনুসরণ করে চলেছে বিপিএল। সহজ হিসাব; টস জিতবেন, ফিল্ডিং নিবেন, ম্যাচ জিতবেন। এই প্রথা মেনেই চলছে এবারের বিপিএল।
বিপিএল এবার সিলেটে।
আগামী ১০ দিন ব্যাট-বলের লড়াই জমবে পুণ্যভূমিতে। সেখানে ঢাকার প্রথা ভাঙতে পারবে বিপিএল? বিপিএলে এবার রানবন্যার উইকেটের প্রতুশ্রুতি ছিল আয়োজকদের। তবে প্রথম দিনের পর আবার স্বরূপে মিরপুর।
দিনের ম্যাচ লো স্কোরিং, শিশিরে ভেজা উইকেট, ভেজা মাঠ, ভেজা বলের জন্য যা একটু রান দেখা গেছে রাতের ম্যাচে। সিলেটের উইকেট কেমন হবে? তার একটু ধারণা দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক।
মাশরাফিন বিন মর্তুজা বলেন, ‘সিলেটে লাস্ট যে খেলাটা হয়েছিল, উইকেট ভালো হয়েছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আর ঘরোয়া- বিপিএলের শেষ বছরে ২০০ চেজ হইছে একবার। ডে-নাইট ম্যাচে আমার মনে হয় না ম্যাটার করবে উইকেটে।
সিলেটে আল্টিমেটলি ডে-নাইট ম্যাচে বোলাররা স্ট্রাগল করবেই, সেখানে রান হবেই। আশা করি উইকেট ভালো হবে।’