বিএনপি নয়, সরকারই বিদেশিদের ওপর ভর করে টিকে আছে : রিজভী

বিএনপি নয়, সরকারই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করে রিজভী। 

রিজভী বলেন, ‘গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে সেজন্য বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তারা কম্বেডিয়ার মতো নিষেধাজ্ঞা আশা করছে।

 

আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ভর করে ক্ষমতায় টিকে আছে। এটা এখন আমার বক্তব্য নয়, যারা বিএনপি করেন না এই ধরনের বুদ্ধিজীবী-কলামিস্ট-লেখক তাঁরা প্রতিনিয়ত এ কথাগুলো বলছেন।’

রিজভী আরো বলেন, ‘আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন।

 

৭ জানুয়ারি জনগণ আপনাদেরকে চুড়ান্তভাবে একেবারে মাঠ থেকে বের করানোর জন্য যে লালকার্ড দেয় সেই লালকার্ড জনগণ আপনাদের দেখিয়েছে। সেই একদলীয় একতরফা ভুয়া নির্বাচনে ভোটাররা যায়নি।’ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রিজভী বলেন, ‘গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে। শিশুরাও দেদারসে সিল মারছে।

আগে ভোটকেন্দ্রে গরু-ছাগলসহ চতুস্পদ প্রাণীরা বিচরণ করলেও এবারের নির্বাচনে নতুন সংযোজন বানর। এই বানররা বাদরামি করেছে যে, যার নজির অধিকাংশ ভাইরাল হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের পরাজিত দলীয় প্রার্থীরাও এই নির্বাচনকে প্রহসন ও তামাশার নির্বাচন বলে অভিহিত করেছেন।’

এ বিষয়ে রিজভী আরো বলেন, ‘এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের উন্নয়নে অংশীদারী দেশগুলোও তামাশার নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

 

সহিংসতা ও বিরোধী নেতাকর্মীদের দমনের মধ্যদিয়ে একতরফা নির্বাচন করলেও আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, এই নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ক্ষুন্ন করা হয়েছে।’

 

রিজভী বলেন, ‘এখন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বসে দেশবাসীর সঙ্গে সস্তা রসিকতা করছেন। উনি বিএনপির শীর্ষ নেতাদের হুমকি দিচ্ছেন, ফুরফুরে মেজাজী ঢংয়ে পেয়ারা হিন্দুস্থানের হিন্দি গান শোনাচ্ছেন, রবিন্দ্র সংগীত শোনাচ্ছেন।’

 

বিএনপির এই নেতা বলেন, ‘এটা শুনে আমরা হতবাক হয়েছি। কালকে উনি গোপালগঞ্জের মতবিনিময় সভায় এটা বলছেন যে, আমাদের অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশের বিষয়টি নিয়ে এটা বলেছেন যে, এক কামরা ম্যা বান্দ চাবি খো গিয়া হ্যা, এটা উদ্ধৃতি করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিন্দি গানের প্রতি খুব অনুরাগ। ওনার মন তো সব মসয় দিল হ্যায় হিন্দুস্তানি হয়ে আছে। সুতরাং দিল হ্যায় হিন্দুস্তানি গানের কলি সব সময় ওনার মুখ দিয়ে বেরিয়ে আসে। তারপরেও উনি একটা রবীন্দ্র সঙ্গীতের কলিও বলেছেন, ভেঙে মোর ঘরের চাবি, এটা বাউল সুরের একটি গানের কলি। নিঃসন্দেহে একটি ভালো গান। এটা অন্য সময় শোনার গান।’

 

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী, খান রবিউল ইসলাম রবি, আমিনুল ইসলাম, তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *