মার্সিডিজ–বেঞ্জ, হ্যারিয়ার গাড়ির লোগো-লুকিং গ্লাস চুরি করেন তাঁরা

দামি গাড়ির লোগো, লুকিং গ্লাসসহ বিভিন্ন অংশ-যন্ত্রাংশ চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুই ব্যক্তি

গ্রেপ্তার দুজন হলেন তামজিদ হোসেন ওরফে শুভ (২৩) ও মো. সিয়াম (২৩)। গতকাল বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

 

পুলিশ বলেছে, তামজিদ ও সিয়াম পেশাদার চোর। তাঁরা শুধু মার্সিডিজ–বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো, লুকিং গ্লাসসহ বিভিন্ন অংশ-যন্ত্রাংশ চুরি করেন। পরে তাঁরা এগুলো কম দামে পুরান ঢাকার ধোলাইখালে বিক্রি করেন।

 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ বৃহস্পতিবার  বলেন, তামজিদের বিরুদ্ধে চারটি ও সিয়ামের বিরুদ্ধে তিনটি চুরির মামলা আছে। রাজধানীতে গাড়ির যন্ত্রাংশ চুরির সংঘবদ্ধ যে কয়েকটি চক্র আছে, তার মধ্যে তাঁরা (তামজিদ-সিয়াম) অন্যতম। তাঁরা শুধু মার্সিডিজ–বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো, লুকিং গ্লাসসহ বিভিন্ন অংশ-যন্ত্রাংশ চুরি করেন। পরে তাঁরা কম দামে সেগুলো ধোলাইখালে বিক্রি করেন।

 

মোহাম্মদ মহসীন আরও বলেন, যে ব্যক্তির গাড়ির অংশ-যন্ত্রাংশ চুরি হয়, তিনি যখন তার খোঁজে ধোলাইখাল এলাকায় যান। তখন তাঁর কাছে উচ্চ মূল্যে এগুলো বিক্রি করা হয়। লোগো, লুকিং গ্লাস—এগুলো চুরি করা সহজ। আবার দামও বেশি। তাই তাঁরা (তামজিদ-সিয়াম) এগুলো চুরি করেন।

 

তেজগাঁও থানা-পুলিশ জানায়, গতকাল রাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে রাখা একটি হ্যারিয়ার গাড়ির যন্ত্রাংশ চুরির চেষ্টা করেন তামজিদ-সিয়াম। গাড়িচালক তা দেখে ফেললে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাঁদের আটক করেন লোকজন। তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানান। পরে তেজগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়। এ ঘটনায় হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *