যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে অযোগ্য ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে গত মঙ্গলবার উচ্চ আদালতে আপিল করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেন মেইনের সেক্রেটারি অব স্টেট শেনা বেলোস। এই সিদ্ধান্তের কারণ প্রসঙ্গে অঙ্গরাজ্যটির শীর্ষ নির্বাচনী কর্মকর্তা বলেন, সাবেক প্রেসিডেন্ট চতুর্দশ সংশোধনীর ধারা-৩ লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহকারী বা বিদ্রোহে জড়িত কর্মকর্তারা সরকারি দপ্তরে অধিষ্ঠিত হতে পারেন না।
উচ্চ আদালতে ট্রাম্পের করা আপিলে বেলোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, আত্মপক্ষ সমর্থনের জন্য ট্রাম্পকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি এবং ব্যালট থেকে ট্রাম্পকে বাদ দেওয়ার কর্তৃত্ব বেলোসের নেই। বেলোসের সিদ্ধান্ত বাতিল করতে এবং অবিলম্বে ব্যালটে ট্রাম্পের নাম রাখতে আদালতের প্রতি আহবান জানান তাঁর আইনজীবী। একই কারণে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করে রায় দেন কলোরাডো সুপ্রিম কোর্ট।
ওই রায়ের বিরুদ্ধেও আপিলের কথা রয়েছে ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর পাস হওয়া চতুর্দশ সংশোধনীর ধারা-৩ কখনো কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে অযোগ্য ঘোষণায় প্রয়োগ করা হয়নি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আইনি সমস্যাটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : দ্য গার্ডিয়ান