বিএনপির পক্ষ থেকে ভোট বর্জনের পক্ষে লিফলেট ও প্রচারণা চালানো হলেও হবিগঞ্জের অনেক নেতাকর্মী ভোটের মাঠে কাজ করছেন নৌকা ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে। এমনকি আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী এমপিদের উপস্থিতিতে শান্তি সমাবেশের মঞ্চেও দেখা গেছে এক বিএনপির দায়িত্বশীল জনপ্রতিনিধিকে। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রতিক্রিয়া।
সাবেক ছাত্রনেতা ও হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আফজাল হোসেন দলের ৪ নেতাকর্মীর এই ভোটে অংশগ্রহণ নিয়ে ফেইসবুকে একটি পোস্ট দিলে অনেকেই বিরুপ মন্তব্য করেন। তারা কমেন্টে এই নেতাকর্মীদেরকে ‘আসল রাজাকার’ হিসাবে উল্লেখ করেন।
এডভোকেট আফজাল হোসেন বলেন, দলের অনেক নেতাকর্মী আন্দোলন করতে গিয়ে হামলা ও মামলার শিকার হচ্ছেন। অনেকেই কারাগারে রয়েছেন। কিন্তু কিছু সুবিধাবাদী নেতারা দলের কমান্ড না মেনে আওয়ামী লীগের দালালী করছেন। এদের বিপক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।
এ ব্যাপারে হাবিবুর রহমান মানিক জানান, তিনি মন্ত্রীর সরকারি প্রোগ্রামে এসেছিলেন। ব্যানার দেখতে পাননি। তবে মোখলেছুর রহমান স্বীকার করেছেন তিনি মন্ত্রী হিসাবে মাহবুব আলীর উন্নয়ন কাজের জন্য মুগ্ধ হয়ে তার পক্ষে কাজ করছেন।