রিজওয়ানের প্রশংসা করে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভিকে আফ্রিদি বলেছেন, ‘তার কঠোর পরিশ্রম ও সুদূরপ্রসারী লক্ষ্যের কারণে প্রশংসা করতে হয়। সে উঁচু মানের। যেটা আমি খুব পছন্দ করি। কে কী করছে সেদিকে তার নজর নেই, শুধু নিজের দিকেই খেয়াল রাখে।
সে একজন যোদ্ধা।’
শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত ভুল হয়েছে মনে করেন আফ্রিদি, ‘আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু ভুলবশত শাহীনকে অধিনায়ক করা হয়েছে।’
পাকিস্তান দল এখন আছে অস্ট্রেলিয়ায়। সেখানে খেলছে টেস্ট সিরিজ।
শান মাসুদের নেতৃত্বে ইতিমধ্যে শুরুর দুই টেস্ট হেরেছে পাকিস্তান। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে তৃতীয় টেস্ট।