বছরের প্রথম দিন আজ সোমবার। চলছে বই উৎসব। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠেছে প্রায় ৪ কোটি শিক্ষার্থী। এবার প্রাক -প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসাসহ বিভিন্ন স্তরে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর মাঝে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ টি বই বিতরণ করা হবে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (০১ জানুয়ারী) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। কোটালীপাড়া উপজেলার মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
যশোর : নতুন বছরের প্রথম দিনে যশোরে উৎসবমূখর পরিবেশে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। জেলায় প্রাথমিক ও মাধ্যমিকের ৫০ লাখ ২০ হাজার ৭৯১টি বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
খাগড়াছড়ি : বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই।
বই হাতে পেয়ে দারুণ খুশি ক্ষুদে শিক্ষার্থীরা। সবাই মেতে উঠেছে আনন্দ আর উল্লাসে। তাদের মাঝে যেন বইছে অন্যরকম আনন্দের জোয়ার। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা গুলোতে ‘বই উৎসব’ পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধ শুকে, নতুন শ্রেণিতে একটি নতুন শিক্ষা বছর শুরু করেছে এখানকার শিক্ষার্থীরা। নতুন বই হাতে ক্ষুদে শিক্ষার্থীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
দিনাজপুর : সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে দারুন খুশি শিক্ষার্থীরা। ভালোভাবে পড়ালেখা করার প্রত্যাশা শিক্ষার্থী ও অভিবাবকদের।
বরিশাল : বরিশালের বানারীপাড়ায় পাঠ্যপুস্তক (বই) বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী সোমবার বেলা ১১টায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক প্রাথমিক স্তরের এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।
উল্লেখ্য, বর্তমান সরকার ২০১০ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ৪৬৪ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৮৮৩টি বই বিনামূল্যে বিতরণ করেছে। ২০১৭ সাল থেকে সরকার সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় অধ্যায়নের জন্য চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং সাদরি ভাষার বই বিতরণের পাশাপাশি অন্ধ শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করছে।