বছরের প্রথমদিন নতুন বই হাতে বাড়ি ফিরল শিশুরা

শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে ওঠে। রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আজ সোমবার সকালে।

 

বছরের প্রথম দিন আজ সোমবার। চলছে বই উৎসব। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠেছে প্রায় ৪ কোটি শিক্ষার্থী। এবার প্রাক -প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসাসহ বিভিন্ন স্তরে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর মাঝে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ টি বই বিতরণ করা হবে।

 

২০২৪ শিক্ষাবর্ষের জন্য গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। আজ সোমবার থেকে সারা দেশে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ করা শুরু হয়।আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর :রাজশাহী : রাজশাহীতে বই উৎসবে শিক্ষার্থীদের ঢল নামে স্কুলগুলোতে। সকালে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সূচনা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির। রাজশাহী মাধ্যমিক ও আঞ্চলিক শিক্ষা অধিপ্তরের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *