চট্টগ্রামের পটিয়ায় লাইসেন্স করা অস্ত্র নিয়ে কথায় কথায় গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ উঠেছে সামশুল হকের ছেলের বিরুদ্ধে। চট্টগ্রাম-১২ আসনে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থী বলেন, হুইপ পূর্ণ সুবিধা, প্রটোকল নিয়ে এলাকায় প্রতিনিয়ত ভীতি সৃষ্টি করছেন। তার পুত্র লাইসেন্স করা অস্ত্র নিয়ে কথায় কথায় গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করছে।এছাড়াও তিনি এবং তার পুত্র প্রতিদিন বহিরাগত সন্ত্রাসী নিয়ে এলাকায় নির্বাচনী মহড়া দিয়ে ভোটারদের মধ্যে আতংক ছড়াচ্ছেন। পুলিশ প্রশাসন এসব দেখেও যেন দেখছেন না। উল্টো নৌকার কর্মী-সমর্থকদের হয়রানি করছে পুলিশ।
তার পরিবারের সদস্যরা পটিয়াকে মাদকের স্বর্গরাজ্য বানিয়েছে। মাদকের একটি সিন্ডিকেটও এই পরিবারের নিয়ন্ত্রণে।
তিনি আরও অভিযোগ করেন, হুইপ নির্বাচন বর্জনকারী বিএনপি-জামায়াতকে নিয়ে গণসংযোগ করছেন। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, ‘নির্বাচিত হলে তার অফিস হবে বিএনপি-জামায়াতের’। তিনি বিএনপি-জামায়াতের চিহ্নিতদের নিয়ে গোপন বৈঠকও করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মো. নাছির উদ্দীন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, আইয়ুব আলী প্রমুখ।