গতকাল মঙ্গলবার এ হাটে নতুন জাতের সাদা আলু দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ টাকা মণ বিক্রি হয়। আজ সেই আলু সর্বোচ্চ এক হাজার ৯০০ টাকা মণ বিক্রি হয়। এ ছাড়া গতকাল লাল জাতের ক্যারেজ আলু দুই হাজার ৪০০ থেকে আড়াই হাজার টাকা মণ বিক্রি হলেও আজকের বাজারে তার দাম ছিলো দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা মণ। পাকরি আলু একদিনের ব্যবধানে মণপ্রতি কমেছে ৪০০ টাকা। আজ পাকরি আলু বিক্রি হয়েছে ২৪০০ টাকা মণে।
উত্তরাঞ্চলে সবজির সর্ববৃহৎ এই হাটে বুধবার পুরাতন আলু বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে।
মহাস্থান হাটের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, বুধবারের বাজারে প্রকারভেদে বেগুন প্রতি মণে ৪০০ টাকা কমে বিক্রি হয় এক হাজার ৪০০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকায়।
মুলার দাম মণ প্রতি দেড় থেকে ২০০ টাকা কমে বিক্রি হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকায়। বরবটি কেজিপ্রতি ৩ টাকা কমে বিক্রি হয়েছে ৩২ টাকায়। আগের দিন প্রতি মণ মুড়িকাটা নতুন পেঁয়াজ তিন হাজার ২০০ টাকায় বিক্রি হলেও বুধবার তা বিক্রি হয়েছে দুই হাজার ৮০০ টাকায়। কাঁচামরিচ মণে ২০০ টাকা কমে বিক্রি হয় ২২০০ টাকায়।
আগেরদিন যে ফুলকপির দাম ছিলো এক হাজার ৩০০ থেকে ৪০০ টাকা, আজকের বাজারে তা সর্বোচ্চ এক হাজার ১০০ টাকা মণ বিক্রি হয়।
এ ছাড়া প্রতি পিচ বাধাকপি বিক্রি হয়েছে সর্বোচ্চ ২০ থেকে ২২ টাকা, টমেটো প্রতি মণ এক হাজার ৩০০ টাকা, শিম প্রতি কেজি ৫২ থেকে ৫৩ টাকা এবং করলা ৭০ টাকা কেজি বিক্রি হয়েছে।