জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ২ ভাইয়ের

 

প্রতীকী ছবি 

পটুয়াখালীর বাউফলে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- আলাউদ্দিন মুন্সি (৫৩) ও মো. সেলিম মুন্সি (৪৮)। তাঁরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

 

স্থানীয়রা জানান, আলাউদ্দিনের সঙ্গে সেলিমের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার রাতে ঘটনার সময় বাড়ি ফিরছিলেন সেলিম। এ সময় আলাউদ্দিন তাঁর দুই ছেলেকে নিয়ে সেলিমের ওপর হামলা করেন। হামলা থেকে বাঁচতে সেলিম দৌড়ে প্রতিবেশী সামসু মুন্সির ঘরে গিয়ে আশ্রয় নেন।
পরে তাঁরা সেখানে গিয়ে সেলিমকে কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই সেলিম মারা যান।  এদিকে এ খবর ছড়িয়ে পড়লে রাতেই সেলিমের লোকজন আলাউদ্দিনের ওপর হামলা করে। এতে আলাউদ্দিনও মারা যান। এ ঘটনায় বাউফল থানায় দুইপক্ষই মামলা করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় দুইজন নিহত হয়েছেন। দুইপক্ষ দুটি হত্যা মামলা করেছে। পুলিশ এজাহারভুক্ত একপক্ষের দুইজনকে গ্রেপ্তার করেছে। উভয় মামলায় আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *