এর আগে টানা ১১ দিন ধরেও রাজধানীর বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়েই ছিল। বায়ুদূষণের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই দিনের কোনো না কোনো সময় ঢাকা বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকার ওপরের দিকে থাকছে। সর্বশেষ গতকাল রাত ৯টায় বাতাসের মান একটু ভালো হয়ে ‘অস্বাস্থ্যকর’-এ উন্নীত হয়। বাতাসের মান নিয়ে তৈরি করা এই তাত্ক্ষণিক (লাইভ) সূচক নির্দিষ্ট কোনো শহরের বাতাস কতটা নির্মল কিংবা দূষিত সে ব্যাপারে তথ্য দেয় এবং সতর্ক করে।
গতকাল বুধবার সন্ধ্যায় একিউআই সূচকে ঢাকার অবস্থান ছিল ৫ নম্বরে। স্কোর ছিল ১৯৮। তালিকায় প্রথম স্থানে ছিল বসনিয়া হার্জেগোভিনার সারায়েভো, দ্বিতীয় ভারতের কলকাতা, তৃতীয় নয়াদিল্লি, চতুর্থ পাকিস্তানের লাহোর। পঞ্চম অবস্থানে থাকা ঢাকার পরে ছিল যথাক্রমে চীনের উহান, পাকিস্তানের করাচি, নর্থ মেসিডোনিয়ার স্কোপিয়ে, সার্বিয়ার বেলগ্রেড ও ইরাকের বাগদাদ।
শূন্য স্কোর নিয়ে তালিকার ১১০ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো।
১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ বায়ু। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচিত।