আক্রমণে ভীতি ছড়িয়েছে অ্যাস্টন ভিলা। ছবিঃ এএফপি
ভুলে যাওয়ার মতো একটি ম্যাচ খেলল ম্যানচেস্টার সিটি। আক্রমণে বিবর্ণতা, জেতার মানসিকতা ছিটেফোঁটাও দেখা যায়নি। বরং গতিময় ফুটবল খেলে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে অ্যাস্টন ভিলা। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে ১-০ গোলে।
৭৪ মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লেওন বেইলি। এতে ঘরের মাঠে লিগে ১৪ ম্যাচ জিতল ভিলা।
ভিলা পার্কে দাপট ছিল স্বাগতিকদেরই। ম্যানসিটি সেরকম প্রতিরোধ গড়তে পারেনি।
বলতে গেলে, চেনাই যায়নি আর্লিং হালান্ডদের। এতে প্রিমিয়ার লিগে টানা ম্যাচ জয়হীন থাকল পেপ গার্দিওলার দল। এই চার ম্যাচে ড্র তিনটি এবং হার একটি। ১৫ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাস্টন।
আর চারে নেমে গেছে শিরোপাধারীরা। ১৫ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট সিটির। এতে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান দাঁড়াল ছয়ে। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট গানারদের।
স্বাগতিকরা যেখানে সিটির পোস্টে ২২টি শট নিয়েছে সেখানে আর্লিং হালান্ডরা নিয়েছেন মাত্র দুইটি। এতেই বোঝা যায় কতটা নিষ্প্রভ ছিলেন সিটির ফরোয়ার্ডরা। ম্যাচ শেষে হারের হতাশা লুকাতে পারেননি পেপ গার্দিওলা,’কিভাবে জিততে হয় সেটা এই বছর খুঁজে পেয়েছি কিন্তু আমরা ভুগছি। আমার কাজ, উপায় বের করা। ভিলা আমাদের থেকে ভালো খেলেছে বলেই জিতেছে। আমাদের ভালো খেলার উপায় খুঁজে বের করতে হবে।’
অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইয়ুর্গেন ক্লপের দল।