প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩
ছবিঃ সংগৃহীত
রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে বুধবার মধ্যাহ্নভোজ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। পরে আসন্ন নির্বাচনে বিএনপির না থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলা হবে। তবে এবার পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।’
সাক্ষাতের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘হারুন ভাই আমার আগে থেকে পরিচিত। একসঙ্গে রাজনীতি করেছি। এ জন্য দেখা করতে আসা। পাশাপাশি নির্বাচন সামনে দেশ নিয়ে অনেকে ষড়যন্ত্রের চেষ্টা করছেন, সাধারণ নাগরিক হিসেবে এ-সংক্রান্ত তথ্য তাঁকে দিয়েছি। হারুন ক্যাপাবল অফিসার, ব্যবস্থা নিতে পারবেন।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন রাজনীতি করার কারণে বিভিন্ন খোঁজখবর পাই। তথ্যগুলো সঠিক কিনা, তা দেখার দায়িত্ব প্রশাসনের।’ গত ২০ নভেম্বর শামীম ওসমান জানিয়েছিলেন, অপরিচিত নম্বর থেকে কল দিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ সময় মধ্যাহ্নভোজের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘হারুন ভাইয়ের নয়, তাঁর স্ত্রী আমার বোন। বোনের হোটেলে খেয়েছি।’