বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে
কথা ছিল ভারত থেকে অস্ট্রেলিয়ায় চলে যাবেন চন্ডিকা হাথুরুসিংহে। কয়েকটা দিন সেখানে পরিবারের সঙ্গে কাটিয়ে ঢাকায় ফিরবেন ২২ বা ২৩ নভেম্বর। তারপর দল নিয়ে নামবেন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে। ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট।
পরে হঠাৎ করেই হাথুরুসিংহের মনে হলো, টেস্ট সিরিজের আগে ১৮ নভেম্বর শুরু জাতীয় লিগের শেষ পর্বটা তাঁর দেখা দরকার। বিশ্বকাপের মধ্যেই তিনি বলেছেন, তাঁর আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর। বিশ্বকাপ এখন শেষ। কাজেই হাথুরুসিংহে তাঁর আসল কাজটা শুরু করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ দিয়ে। এমন উপলক্ষের সঙ্গে যত আগে থেকে সম্পৃক্ত হওয়া যায়, ততই তো ভালো!
কিন্তু হাথুরুসিংহে চাইলেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারবেন কি না, বা থাকলেও ভারত বিশ্বকাপে দলে যে রকম সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ছিলেন, সেভাবেই থাকবেন কি না; সে প্রশ্ন বেশ জোরালো হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরমহলেই।
ব্যর্থতার বিশ্বকাপ শেষে গতকাল বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে
বিসিবির অধিকাংশ পরিচালক মনে করেন, ক্রিকেটারদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার দায়-দায়িত্ব প্রধান কোচ হাথুরুসিংহেরও কম নয়। দলের ভেতর থেকে পাওয়া বিভিন্ন তথ্যই তাঁদের মধ্যে এমন ধারণার জন্ম দিচ্ছে। দলে তৃতীয় ওপেনার না রাখা এবং বিশ্বকাপের মধ্যে বারবার ব্যাটিং অর্ডারে বদল আনার সিদ্ধান্ত কোচ এককভাবে নিয়েছেন বলে মনে করে বোর্ড। সঙ্গে যুক্ত হয়েছে দলের অন্য কোচদের কাজে হস্তক্ষেপ এবং তরুণ ক্রিকেটারদের সঙ্গে রূঢ় আচরণের অভিযোগও।
বিশ্বকাপের দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়ার পর থেকেই তৃতীয় ওপেনার নিয়ে সংকটের শুরু। তামিমের বিকল্প হিসেবে নেওয়া হয়নি আর কোনো ওপেনার। একটি সূত্র অবশ্য জানিয়েছে, হাথুরুসিংহের দিক থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছে, বিকল্প হতে পারেন এমন কোনো ভালো টপ অর্ডার ব্যাটসম্যানের নাম তাঁকে বলেনইনি নির্বাচকেরা। যাঁদের নাম বলা হয়েছে, তাঁদের ঠিক যোগ্য বিকল্প মনে হয়নি তাঁর কাছে। তবে জাকির হাসান বা মাহমুদুল হাসানও যে বিকল্প হতে পারতেন, সেটি নাকি জানানো হয়নি হাথুরুসিংহেকে।